করোনার জেরে দেশের ব্যাঙ্কিং ক্ষেত্রে অর্থনৈতিক সমস্যা আরও বাড়তে পারে। এমনই আশঙ্কা করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের ধারণা, চলতি আর্থিক বছরের শেষে নন পারফর্মিং অ্যাসেটের পরিমাণ বৃদ্ধি পাবে ১৮ থেকে ২০ শতাংশ। যার মধ্যে ২০ থেকে ২৫ শতাংশ ঋণ অনাদায়ী হতে পারে বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা।
প্রসঙ্গত, ২০১৯ সালের সেপ্টেম্বর মাসের হিসাব অনুযায়ী
ব্যাঙ্কিং ক্ষেত্রে এনপিএ বা নন পারফর্মিং অ্যাসেটের পরিমাণ ছিল ৯.৩৫ লক্ষ কোটি টাকা। এদিকে এনপিএ বৃদ্ধির ফলে করোনা পরবর্তী সময়ে দেশের অর্থনৈতিক উন্নতির পথে বাধা হতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।































































































































