আজ অর্থাৎ সোমবার থেকেই করোনা সংক্রমণ রুখতে শুরু হয়ে গেল তৃতীয় দফার লকডাউন। বিশেষজ্ঞদের মতে, লকডাউনের পাশাপাশি করোনা পরীক্ষা বাড়ানো জরুরি। এই পরামর্শ মেনেই কোভিড ১৯-এ আক্রান্তদের চিহ্নিত করতে দিনে এক লক্ষ করোনা পরীক্ষা করার টার্গেট নিয়েছে কেন্দ্রীয় সরকার।
সূত্রের খবর,প্রতিদিন এক লক্ষ র্যাপিড অ্যান্টিবডি টেস্ট এবং RT-PCR পরীক্ষা করার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র৷
জানা গিয়েছে, ব়্যাপিড টেস্টের কিটের সরবরাহ বাড়তে শুরু করলেই রেড জোন গুলিতে শুরু করা যাবে করোনা পরীক্ষা। প্রাথমিকভাবে করোনা পরীক্ষার বাড়ানোর জন্য সরকারের পরিকল্পনা ধাক্কা খেয়েছিল। কারণ চিন থেকে আনা কিট গুলি অধিকাংশই ত্রুটিপূর্ণ ছিল বলে অভিযোগ৷ দেশে এই কিট তৈরির পাশাপাশি দক্ষিণ কোরিয়া থেকেও কিট আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার৷