করোনা আবহে বন্ধ রয়েছে কলেজ, বিশ্ববিদ্যালয়। এমফিল ও পিএইচডির মৌখিক পরীক্ষা সংক্রান্ত নয়া নির্দেশিকা জারি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এক বিজ্ঞপ্তিতে
ইউজিসি জানিয়েছে, এমফিল ও পিএইচডির মৌখিক পরীক্ষা অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিতে হবে। ইতিমধ্যে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে বিশ্ববিদ্যালয়গুলিতে।
ওই ইউজিসি জানিয়েছে, “বিশ্ববিদ্যালয়গুলি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এমফিল ও পিএইচডির মৌখিক পরীক্ষা নিতে পারে। এক্ষেত্রে তারা গুগল, স্কাইপ, মাইক্রোসফট টেকনোলজি ও অন্যান্য বিশ্বাসযোগ্য মাধ্যম ব্যবহার করতে পারে। মৌখিক নেওয়ার সময় রিসার্চ অ্যাডভাইজরি কমিটির সদস্যরা, সংশ্লিষ্ট বিভাগের সব অধ্যাপক, গবেষণার সঙ্গে যুক্ত ছাত্র-ছাত্রীরা এবং যাঁরা পরীক্ষা নিচ্ছেন সেই বিশেষজ্ঞরা সবাই উপস্থিত থাকতে পারেন। এই পুরো প্রক্রিয়ার ভিডিও রেকর্ড করতে হবে। পাশাপাশি, পরীক্ষা চলাকালীন কারা উপস্থিত রয়েছেন তাও রেকর্ড করে রাখতে হবে বিশ্ববিদ্যালয়গুলিকে।”
ইউজিসি জানিয়েছে, কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায়, এমফিল বা পিএইচডি ছাত্রের গবেষণার পেপার জমা দেওয়ার সময় পেরিয়ে গিয়েছে। তাঁদের অতিরিক্ত ছ’মাস সময় দেওয়া হচ্ছে। এই সময়ের মধ্যে তাঁদের থিসিস অথবা ডিজার্টেশন পেপার জমা দিতে হবে।





























































































































