নির্দেশ সত্বেও খোলেনি জুটমিল, রিষড়ায় শ্রমিক বিক্ষোভ

0
1

রেড জোনে জুটমিল খুলে গেলও, অরেঞ্জ জোন হুগলিতে জুটমিলগুলি না খোলায় ক্ষুব্ধ শ্রমিকরা। সোমবার সকাল থেকে রিষড়ার হেস্টিংস জুটমিলের গেটে মুখে মাস্ক পরে, হাতে প্ল্যাকার্ড নিয়ে নীরব প্রতিবাদ করেন শ্রমিকরা। এনএফআইটিইউসি ইউনিয়নের জেনারেল সেক্রেটারি শ্যাম কুমার গুপ্তা জানান, রেড জোনে ইতিমধ্যে বেশ কয়েকটি জুট মিল খুলেছে। কিন্তু হুগলির জুটমিলগুলি একটাও খোলেনি। ফলে আর্থিক সংকটের মধ্যে পড়েছেন শ্রমিকরা। রাজ্য সরকার লকডাউনে শ্রমিকদের প্রাপ্য বেতন দিতে বললেও মালিকপক্ষ এখনও পর্যন্ত কোন টাকা শ্রমিকদের দেয়নি বলে অভিযোগ। প্রতিবাদে এদিন ১১ টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের সদস্যরা রিষড়ার হেস্টিংস জুট মিলের গেটে মিলগুলি খোলার দাবি জানান।