করোনার প্রকোপ কমায় ইরানের ১৩২টি শহরে খুলছে মসজিদ

0
1

করোনার প্রকোপ কমায় খুলে দেওয়া হচ্ছে ইরানের ১৩২টি শহরের মসজিদ। করোনাভাইরাস মোকাবিলায় গঠিত জাতীয় টাস্কফোর্সের এক বৈঠকে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, সাদা ও কম ঝুঁকিপূর্ণ হিসেবে যে ১৩২ শহরকে চিহ্নিত করা হয়েছে, সেই শহরের মসজিদগুলো সোমবার থেকে খোলা হবে। চলতি সপ্তাহ থেকেই জুমার নামাজও শুরু করা হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় করোনার দাপটের ভিত্তিতে সারা দেশকে সাদা, হলুদ ও লাল এই তিন ভাগে ভাগ করা হয়েছে। সাদা অঞ্চলে মসজিদ খুললেও, হলুদ ও লাল চিহ্নিত শহরগুলির মসজিদ আপাতত বন্ধ থাকবে বলে জানান হাসান রুহানি।