“অনেক যুদ্ধ-মহামারি দেখেছি, এমন স্তব্ধতা দেখিনি”, করোনার দাপটে আতঙ্কে লতা

0
2

করোনাভাইরাসের জেরে গোটা পৃথিবী আজ স্তব্ধ। গত ৮০ বছরে এই রকম স্তব্ধতা কেউ দেখেননি। এমনটাই জানালেন কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, “আমি স্বাধীনতার যুদ্ধ দেখেছি, আমি ভারত পাকিস্তান যুদ্ধও দেখেছি, প্লেগ-এর মহামারিoও দেখেছি, কিন্তু সে কারণে গোটা পৃথিবী জুড়ে এইরকম ঘটনা আগে কোনওদিন দেখিনি। ৮৭ বছর পর আমার কাছে এটা সম্পূর্ণ নতুন এক যুদ্ধ। যা প্রতিটি মানুষ বাড়িতে বসে প্রতিটি মুহূর্তে করে চলেছেন।