মহারাষ্ট্র, গুজরাতকে ছাপিয়ে দিল্লিতে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৪২৭

0
3

নভেল করোনাভাইরাসের জেরে আতঙ্কিত সারা বিশ্ব। এখনও পর্যন্ত করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেশি আমেরিকায়। তবে ভারতে মহারাষ্ট্র এবং গুজরাতের পর কোভিড ১৯ বেশি প্রভাব ফেলেছে দিল্লিতে। রাজধানীতে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৪২৭ জন। পরিসংখ্যান অনুসারে, দিল্লিতে এখন করোনা আক্রান্তের সংখ্যা মোট ৪৫৪৯। রবিবার নতুন করে সংক্রমণে কারও মৃত্যু হয়নি।

সূত্রের খবর, এখনও পর্যন্ত করোনা সংক্রমণে দিল্লিতে মৃত্যু হয়েছে ৬৪ জনের। সুস্থ হয়ে ওঠার সংখ্যা মোট ১৩৬২ জন। করোনা পজেটিভের সংখ্যা ৩১২৩।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, এখনও পর্যন্ত ৬৯,৪২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তিনি বলেন, “হাসপাতাল ও টেস্টিং কিটের হিসেবে আমরা তৈরি আছি। আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাচ্ছি সব কন্টেইনমেন্ট এলাকাগুলি সিল করা থাক। বাকি এলাকাগুলিকে গ্রিন জোন হিসেবে চিহ্নিত করা হোক। জোড়-বিজোড় নীতিতে দোকান খোলা যেতে পারে। এমনকী লকডাউন পুরো তুলে নেওয়ার পরেও যদি কিছু সংক্রমণ হয়, তা ভালভাবে সামলাতে আমরা তৈরি।”