শ্রমিকদের ট্রেনের ভাড়া দেবে কংগ্রেস, সোনিয়ার চিঠির পরেই নড়েচড়ে বসল কেন্দ্র

0
2

পরিযায়ীদের ঘরে ফেরানোর ট্রেনের টিকিটের দাম দেবে কংগ্রেস। প্রত্যেক রাজ্যের প্রদেশ কংগ্রেস এই দায়িত্ব নেবে। সোনিয়া গান্ধী এই সিদ্ধান্তের কথা জানাতেই নড়েচড়ে বসল বিজেপি। সাংসদ সুব্রাহ্মণিয়ম স্বামী জানালেন, কংগ্রেস কেন রেলই তো এই ভাড়া দেওয়ার একটা সিদ্ধান্ত নেওয়ার কথা ভেবেছে। কংগ্রেস রাজনৈতিক ফয়দা তোলার চেষ্টা করছে।

রবিবার পরিযায়ী শ্রমিকদের ফেরাতে তাদের রেলের ভাড়া দেওয়ার কথা ঘোষণা করেছিল রেল দফতর। সে নিয়ে দেশজুড়ে প্রতিবাদ শুরু হয়। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বলেন, কেন্দ্র অসংবেদনশীল ভূমিকা পালন করছে। লকডাউনে আটকে পড়া মানুষের প্রতি মানবিক হওয়া উচিত ছিল। কেন্দ্র যদি টিকিটের দাম না দেয় তাহলে কংগ্রেস এইসব মানুষকে ফেরাতে ট্রেনের ভাড়া দেবে। সোমবার সকালে একটি চিঠিতে সোনিয়া লেখেন, দেশবাসী এবং তাদের সংহতিতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে বদ্ধপরিকর কংগ্রেস। প্রত্যেকটি প্রদেশ কংগ্রেস শ্রমিকদের ভাড়ার টিকিটের দায়িত্ব নেবে। কারণ, দেশ গড়ার রাষ্ট্রদূত শ্রমিকরাই। সরকার বিদেশিদের ফেরাতে বিনামূল্যে বিমান ভ্রমনের সুবিধা দিতে পারছে, গুজরাতে প্রকাশ্য কর্মসূচির জন্য ১০০ কোটি টাকা খরচা করতে পারছে পরিবহন ও খাবারের জন্য, প্রধানমন্ত্রীর তহবিলে ১৫১ কোটি টাকা অনুদান দিতে পারছে রেল, আর দেশের এই সঙ্কটে আটকে পড়া শ্রমিকদের ফেরাতে ট্রেনের ভাড়া দিতে পারছে না! এটা দেশের লজ্জা!