লকডাউন: বিবাহিত প্রেমিককে ‘কিনতে’ চেয়ে বাড়িতে হানা বয়ঃজ্যেষ্ঠ মহিলার

0
2

প্রেমের কোনও বয়স হয় না- এ কথা তো সর্বজনবিদিত। আর এই লকডাউনে বিরহ জ্বালা বেড়েই চলেছে প্রেমিক যুগলের। তা বলে ১৩ বছরের ছোট, বিবাহিত প্রেমিকের বাড়িতে হানা? ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে মধ্যপ্রদেশের ভোপালে। শুধু তাই নয়, সহকর্মী-প্রেমিকের স্ত্রীর কাছে নিজের সমস্ত টাকার বিনিময়ে প্রেমিককে ‘কেনার’ প্রস্তাবও দিয়ে বসেন ওই মহিলা।

মধ্যপ্রদেশের রাজ্য সরকারি কর্মচারী ৫৭ বছর বয়সী মহিলা ৪৫ বছরের এক সহকর্মীর প্রেমে পড়েন। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে কর্মরত ওই মহিলার স্বামী ১০ বছর আগে মারা যান। গত দশ বছর তিনি নিঃসঙ্গ। এরপর ওই সহকর্মীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি।
লকডাউন চলাকালীন অফিস বন্ধ থাকায় তাঁদের দেখাও হচ্ছে না। থাকতে না পেরে ১৭ এপ্রিল সরাসরি ওই সহকর্মীর বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীকে রীতিমতো প্রেমিককে দাবি করেন ওই মহিলা। বদলে ওনার সব অর্থ, সম্পত্তি দিতে চান তিনি।
যদিও রাজি হননি স্ত্রী। এদিকে ওই পুরুষটিও জানিয়ে দেন, তিনি প্রেমিকাকে একা ছাড়তে পারবেন না। তখন স্বামীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেন তাঁর স্ত্রী। বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। ভোপালের আদালতে ওঠা এই মামলা নিয়ে রীতিমতো হতবাক সকলেই।