জম্মু ও কাশ্মীরের হান্দওয়ারায় ফের জঙ্গি হামলা। এখনও পর্যন্ত পাওয়া খবর, তিন জন জওয়ান নিহত হয়েছেন। আহত সাত জন। সোমবার বিকেলে টহল দেওয়া অবস্থায় সিআরপিএফের বাহিনীর ওপর হামলা চালায় পাক মদতপুষ্ট জঙ্গিরা। নতুন করে শুরু হয়েছে গুলির লড়াই।
জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্দওয়ারাতে শনিবার ভোররাত থেকে গুলির লড়াই শুরু হয়েছিল নিরাপত্তাবাহিনী এবং জঙ্গিদের মধ্যে। এনকাউন্টারের সময় স্থানীয় নাগরিকদের বাড়িতেই আশ্রয় নিয়েছিল জঙ্গিরা। মহিলা ও শিশু-সহ মোট ১১ জনকে বন্দি বানিয়েছিল তারা। টানা প্রায় ১৬ ঘণ্টা পর রবিবার সকালে থেমেছিল গুলির লড়াই। রাতের পর থেকে গুলি ছোড়ার পরিমাণ কমিয়ে দেয় জঙ্গিরা। যা দেখে সেনাবাহিনী মনে করছিল, মজুত অস্ত্র ফুরিয়ে আসছে জঙ্গিদের। সকালের দিকেই দুই জঙ্গিকে নিকেশ করে সেনাবাহিনী।
কিন্তু সোমবার ফের ঘটে গেল আচমকা আক্রমণ। নিহত হলেন আরও তিন জওয়ান।





























































































































