সোমবার থেকে রাজ্যে কীসে ছাড় থাকবে? খুলবে কোন, কোন দোকান?

0
1

লকডাউনের তৃতীয় পর্যায়ে কোথায়, কোন দোকান খুলবে? এ বিষয়ে সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকের পরে সিদ্ধান্ত নেবেন।

সোমবার থেকে কীসে ছাড় থাকবে, তা নিয়ে ইতিমধ্যেই কেন্দ্র বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পরিস্থিতি বিবেচনা করে তা কার্যকর করা রাজ্য সরকারগুলির এক্তিয়ারের মধ্যে পড়ে।
প্রথমে শনিবার এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা ছিল। কিন্তু দিন পরিবর্তন করে সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ হবে।
তার আগে কোন এলাকায় কোন দোকান খুলবে, কোথাও দোকান খুললে বা যানের গতিবিধি চালু করলে সমস্যা হবে না, কী ভাবে অনুমতি দেওয়া হবে তা খতিয়ে দেখবে রাজ্য।
এর মধ্যে প্রশাসনিক কর্তারা নিজেদের মধ্যে আলোচনা সেরে ফেলেছেন। সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্ত হবে।