লকডাউনে বিপাকে পড়েছে বাঁদরের দল। শিলিগুড়ির অদূরে সেভকের বাস ওদের। পর্যটকদের দেওয়া খাবার দিয়েই পেট ভরাত। লকডাউন থাকায় পর্যটক শূন্য সেভক। এই অবস্থায় তাদের পাশে এসে দাঁড়াল এক স্বেচ্ছাসেবী সংগঠন।
রবিবার তারা কলা ও তরমুজ নিয়ে পৌঁছে যান সেভকে। সেখানেই বাঁদরের মুখে খাবার তুলে দেন তারা। সংগঠনের পক্ষে গৌতম গোস্বামী জানালেন, “আসলে এরাই সেভকের অন্যতম আকর্ষণ। পর্যটকদের কোনও ক্ষতি না করে তাঁদের মনোরঞ্জন করে থাকে। আমরা জানতে পারি ওরা অভুক্ত রয়েছে। তাই আমরা ওদের জন্য ১৫০০ কলা আর ১কুইন্টাল তরমুজ নিয়ে আসি।”