কিম জং উনকে দেখে আনন্দিত ট্রাম্প, নিজেই জানালেন টুইটারে

0
1
ফাইল চিত্র

জল্পনার অবসান ঘটিয়ে সামনে এসেছেন উত্তর কোরিয়ার প্রধান শাসক কিম জং উন। কিম জং উনের প্রকাশ্যে আসা নিয়ে টুইট করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার টুইটারে তিনি লেখেন, “তিনি সুস্থ আছেন এবং ফিরে এসেছেন দেখে আমি আনন্দিত।”

প্রসঙ্গত, প্রায় তিন সপ্তাহ পর প্রকাশ্যে উপস্থিত হয়েছেন উত্তর কোরিয়ার প্রধান শাসক। শোনা যায় অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তিনি প্রয়াত হয়েছেন বলে গুজব ছড়িয়ে পড়ে। এরপরই তাঁকে প্রকাশ্যে আসতে দেখে ট্রাম্পের এই টুইট।