সারা দেশের বিভিন্ন প্রান্তে দাপট দেখাবে শিলাবৃষ্টিসহ ঝড়। ইতিমধ্যে উত্তর ভারতের বেশ কিছু জায়গায় কালো মেঘে ছেয়ে রয়েছে আকাশ। সারা দেশজুড়ে আবহাওয়ার সর্তকতা জারি করল ভারতীয় মৌসম বিভাগ।
উত্তর পশ্চিম ভারতের সব রাজ্যের জন্য জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট৷ দিল্লি-হরিয়ানা-চণ্ডীগড়- উত্তরপ্রদেশ-জম্মু কাশ্মীর- হিমাচল প্রদেশ-উত্তরাখন্ড- রাজস্থানের কিছু অঞ্চলে প্রবল বৃষ্টির পাশাপাশি চলবে আঁধি৷ বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বইবে হাওয়া ৷
আবহাওয়া অধিকর্তা জানিয়েছেন, স্থলভাগে নিম্নচাপ অক্ষরেখায় তৈরি হওয়ায় আরবসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে ৷ এরফলে রাজস্থানের ওপর তৈরি হচ্ছে নিম্নচাপ বলয়৷ ফলে উত্তর পশ্চিম ভারতে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বইবে বায়ু ৷
আবহাওয়া দফতর সূত্রে খবর, মরশুমের প্রথম ঘূ্র্নিঝড় ‘আমফান’ এখনও সমুদ্রের ওপর অবস্থান করে শক্তিবৃদ্ধি করে চলেছে৷ ফলে এই ঝড় আপাতত দেরিতে বাংলায় ঢুকছে ৷






























































































































