রাঁচিতে আটকে এরাজ্যের আটজন, সাহায্যের আর্জি সরকারের কাছে

0
4

লকডাউনের জের, রাঁচিতে আটকে এ রাজ্যের বাসিন্দারা। ভাটপাড়া থানার মাদরাল গ্রামের 8 বাসিন্দা রাঁচিতে কাজ করতে গিয়ে আটকে পড়েছেন। যেভাবে রাজস্থান থেকে পড়ুয়াদের ঘরে ফিরিয়ে আনা হয়েছে, সেভাবে তাঁদের জন্যেও ব্যবস্থা করতে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন তাঁরা। চরম আতঙ্কে দিন কাটছে।

রাঁচির বরিয়াতপুর থানার মোরাবাদি এলাকায় একটি বেসমেন্টে রয়েছেন রাজ্যের বাসিন্দারা। অপরিসর জায়গায় মশা, মাছির উপদ্রবে জেরবার আট যুবক। পরিবারের তরফ থেকে যা পাঠানো হয়েছে তাও শেষ। বারিয়াত থানা ও ডেপুটি কমিশনারকে জানিয়েও কোনও লাভ হচ্ছে না।
পরিবারের তরফে ভাটপাড়া থানা, বারাকপুর মহকুমাশাসক,পুলিশ কমিশনারের কাছে জানিয়েও কোনও লাভ হয়নি। চরম দুশ্চিন্তায় দিন কাটছে ৮ জন পরিযায়ী শ্রমিক ও তাঁদের পরিবারদের।