এ রাজ্যে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এবার করোনা আক্রান্ত উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনে কর্মরত এক পদস্থ আমলা। শুধু তিনিই নন। প্রগতি ময়দান থানার এক পুলিশ আধিকারিকের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁরা দুজনেই বাইপাসের এক বেসরকারি হাসপাতালে আপাতত চিকিৎসাধীন।
হাসপাতাল সূত্রে খবর, দুজনেই এখন অনেকটা সুস্থ। তবে এঁদের সংস্পর্শে যারা এসেছিলেন তাদের নামের একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে বলে হাসপাতাল ও স্বাস্থ্য দফতর সূত্রে খবর।
সূত্রের খবর, গত ২৭ এপ্রিল প্রগতি ময়দান থানার ওই পুলিশ আধিকারিকের শরীরে কোভিড ১৯-এর উপসর্গ দেখা দেয়। তেমন বেশি কিছু না হওয়ায় তিনি হোম কোয়ারেন্টাইনেই ছিলেন। কিন্তু তার কয়েকদিন পর তাঁর জ্বর-সর্দি না সারায় তিনি করোনা পরীক্ষা করান। তাতেই ধরা পড়ে তিনি করোনা পজিটিভ। ততদিনে তাঁর স্ত্রীর শরীরেও উপসর্গ দেখা দিয়েছে। ফলে দুজনকেই বাইপাসের ধারে কোভিড হাসপাতালে ভরতি করা হয়েছে। তবে তাঁর স্ত্রীর এখনও চূড়ান্ত রিপোর্ট আসেনি।