৪০ বছরের দাম্পত্য পূর্ণ হেমা-ধর্মেন্দ্রর, জানেন কার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল ড্রিমগার্লের?

0
1

এক সঙ্গে পেরিয়েছেন ৪০ বছরের দাম্পত্য জীবন। শনিবার বিবাহবার্ষিকী বলিউডের পাওয়ার কাপল হেমা মালিনী ও ধর্মেন্দ্রর। বাবা মাকে শুভেচ্ছা জানিয়েছেন দুই মেয়ে এষা ও আহানা। ইনস্টাগ্রামে শেয়ার করে বাবা-মায়ের জন্য অনেক ভালোবাসা এবং দীর্ঘায়ু কামনা করেছেন।

তবে ড্রিমগার্লের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল জিতেন্দ্রর। কিন্তু পরিবারের সদস্যরা চেষ্টা করেও হেমা মালিনীর বিয়ে জিতেন্দ্রর সঙ্গে দিতে পারেনি। প্রায় আট বছর ধরে সম্পর্কের পর বিবাহিত ধর্মেন্দ্রর সঙ্গে বিয়ে হয়।

হেমা, ধর্মেন্দ্র দু’জনের প্রথম ছবি ১৯৭০ সালে। শোনা যায়, প্রথম দিকে নিজের আবেগ প্রকাশ করতেন না হেমা। সেই সময় তাঁর গুণমুগ্ধ ছিলেন আরও অনেক সহঅভিনেতা। জিতেন্দ্র, সঞ্জীব কুমারেরও হেমার প্রতি দুর্বলতা ছিল। এমনকী পাত্র হিসেবে জিতেন্দ্রকে পছন্দ ছিল হেমার বাবা মায়ের। এদিকে হেমা ধর্মেন্দ্রর বাড়িতে দু’জনের সম্পর্ক নিয়ে তীব্র আপত্তি। এক রকম বাড়ির বিরুদ্ধে গিয়ে বিয়ে সারেন তাঁরা। সেই সম্পর্ক ৪০ বসন্ত পার করে ফেলল।