লকডাউনের জেরে দেশের অর্থনৈতিক মন্দার পরিস্থিতিতে সংসদ ভবনের সংস্কার নিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের টুইটার হ্যন্ডেলে তিনি লেখেন, ‘কেন্দ্রীয় সরকার করদাতাদের ২০ হাজার কোটি খরচ করে ল্যুটিয়েন্স দিল্লির সংস্কার নিয়ে গর্ব করছে। কিন্তু সেই টাকায় ৬ মাস মাথা পিছু ৩০ টাকা করে ১ কোটি ৮৫ লক্ষ মানুষের দু’বেলা খাবার সরবরাহ সম্ভব”। এরপর তিনি কটাক্ষ করে বলেন, এর একটাই ব্যাখ্যা হতে পারে যে সংস্কার হওয়া চেম্বারে আইসোলেটেড থাকতে চান তাঁরা।
The Centre is splurging ₹20,000 Cr of the taxpayer's money to renovate Lutyens' Delhi. For the same amount at ₹30 per meal, they could have fed 2 meals a day to 1.85 Cr Indians for the next 6 months. The only explanation is that they want to stay isolated in renovated chambers!
— Abhishek Banerjee (@abhishekaitc) May 3, 2020