করোনা রুখতে আপাতত ‘রেমডেসিভির’ ভরসা

0
1

মার্কিন একটি সংস্থা বলছে ‘রেমডেসিভির’ করোনা সংক্রমণ কমাতে পারে। তাই এনিয়ে নামছে তারা। গবেষকরা কাজ করছেন। সব পরীক্ষা শেষ হয়নি। এতে করোনা সারবে কিনা বোঝা যাচ্ছে না। তবে আপাতত এই ওষুধটি ঘিরেই আশা দেখছেন গবেষকরা।