রেশনের চাল পাচারের অভিযোগ। গ্রামবাসীদের হাতে পাকড়াও ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে সিঙ্গুর থানার গোপালনগর পালপাড়া এলাকায়। অভিযোগ, রেশন ডিলার অসীম সাহা রেশনের ১১০ বস্তা চাল সিঙ্গুরের কৃষাণমান্ডি থেকে গাড়িতে বোঝাই করে পালপাড়া এলাকায় রামকুমার সাউ নামে এক আলু ব্যবসায়ীর বাড়িতে পাঠান। খবর পেয়ে, সিঙ্গুর থানার পুলিশ গিয়ে চাল সহ গাড়ি ও গাড়ির চালক, খালাসি, আলুর ব্যবসায়ীকে আটক করেছে।