যাদবপুর বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং বিভাগের ১২ জন পড়ুয়াকে নিয়োগ পত্র দিয়ে প্রত্যাহার করে নিল একটি কর্পোরেট সংস্থা। জানা গিয়েছে, ওই কর্পোরেট সংস্থা পড়ুয়াদের ইমেইল মারফত জানায় নিয়োগ পত্র প্রত্যাহার করে নেওয়া হলো। করোনা এবং লকডাউনের জেরে নিয়োগ পত্র প্রত্যাহার করে নিয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর।
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ” সংস্থা নিয়োগ পত্র প্রত্যাহারের বিষয় ইমেইল মারফত ছাত্রছাত্রীদের জানিয়েছে। ওই কর্পোরেট সংস্থার সঙ্গে আমরা যোগাযোগ করি। তারা জানায় নিয়োগ প্রক্রিয়া শুরু করলে যাদবপুরের ছাত্র-ছাত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে।”
করোনা পরিস্থিতিতে অর্থনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। মার্কিন যুক্তরাষ্ট্র নির্ভর কর্পোরেট সংস্থার বেঙ্গালুরু অফিসে চলতি বছরেই চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল ওই পড়ুয়াদের। কিন্তু তার আগে কোপ পড়ল চাকরিতে। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “যেহেতু সংস্থাটি মার্কিন যুক্তরাষ্ট্র নির্ভর, তাই এই পরিস্থিতিতে নতুন করে নিয়োগ করছে না। এতে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। আমাদের তরফে সব রকমের চেষ্টা করা হচ্ছে।”