পরিকল্পনা ছিল অনেক।
লকডাউনে বাতিল।
তবু জন্মভিটেতে পালিত হল সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ।
পুষ্পাঞ্জলিতে। অন্নবিতরণে।


১০০, গড়পার রোড।
সত্যজিৎ রায়ের জন্ম।
১৯২১ সালের ২ মে।
১৯২৬ সাল পর্যন্ত এখানে ছিলেন।
পরে ১৯৩১ থেকে এখানে কাজ শুরু করে এথিনিয়াম ইনস্টিটিউশন স্কুল। এখনও চলছে। তবে বাড়ি অটুট।
সামনে উপেন্দ্রকিশোর রায়, সুকুমার রায়, সত্যজিৎ রায়ের মূর্তি।
এদিন সকালে সব নিয়ম মেনে শুধু ফুল দেন কয়েকজন নাগরিক। বর্ষীয়ান দীপক মাইতি, সাংবাদিক কুণাল ঘোষ, ভাস্কর চৌধুরী প্রমুখ।

এরপর লাগোয়া শিবির থেকে অসহায়দের অন্নদান।
এদিন কর্মসূচি সত্যজিৎস্মরণে।




























































































































