কঠোর হচ্ছে প্রশাসন, রেড জোন তমলুকে ড্রোন দিয়ে নজরদারি পুলিশের

0
3

গোটা বিশ্বের মতো আমাদের দেশ তথা রাজ্যেও মারণ ভাইরাস করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে। তাই রক্ষা পেতে একমাত্র উপায় হিসেবে বাড়ছে লকডাউন। সামাজিক দূরত্ব বজায় রাখবে তৎপর প্রশাসন। আগের চেয়ে আরও কড়া পদক্ষেপ নিয়েছে পুলিশ। বিশেষ করে নজরদারি বাড়ানো হয়েছে ঘোষিত রেড জোনগুলিতে।

তারই অঙ্গ হিসেবে আজ, শনিবার সকাল থেকে পূর্ব মেদিনীপুরের তমলুক শহরে বিভিন্ন জায়গায় ড্রোনের সাহায্যে নজরদারি চালাচ্ছে জেলা পুলিশ। পাশাপাশি বেশ কয়েকটি বাজারে সামাজিক দূরত্ব বজায় থাকছে কিনা সেটিও খতিয়ে দেখছে পুলিশ। এছাড়া রেশনে অতিরিক্ত খাদ্য সামগ্রী বরাদ্দ নিয়েও জেলায় মাইকিং করা হচ্ছে। কালোবাজারি রুখতে তৎপর হয়েছে প্রশাসন।