কলকাতা হাইকোর্টে নতুন বিচারপতি

0
1

কলকাতা হাইকোর্টের নতুন বিচারপতি হচ্ছেন আইনজীবী অনিরুদ্ধ রায়। তবে তাঁকে বিচারপতি পদে নিয়োগ করা হয়েছে পরবর্তী ২ বছরের জন্য৷ শুক্রবার রাষ্ট্রপতি ভবন থেকে বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে৷ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,

“In exercise of the power conferred by clause (1) of Article 224 of the Constitution of India, the President is pleased to appoint Shri Aniruddha Roy, to be an Additional Judge of the Calcutta High Court, for a period of two years with effect from the date he assumes charge of his office.”

অনিরুদ্ধ রায় ১৯৯৫ সাল থেকে হাইকোর্টের আইনজীবী হিসেবে কর্মরত। অনিরুদ্ধ রায়ের নিয়োগের ফলে এখন কলকাতা হাইকোর্টে মোট বিচারপতির সংখ্যা দাঁড়াল ৪০ জন। হাইকোর্টের মোট বিচারপতি পদের সংখ্যা ৭২। এখন শূন্য পদ রইল ৩২।
সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন কলেজিয়াম কলকাতা হাইকোর্টের ৬ জন আইনজীবীকে বিচারপতি পদে নিয়োগ করার সুপারিশ করেছিল আইন মন্ত্রকের কাছে। কিন্তু মন্ত্রক শুধু ১ জন আইনজীবীকেই বিচারপতি পদে নিয়োগ করে। সেই মতো হাইকোর্টের বিচারপতি পদে যোগ দিলেন অনিরুদ্ধ রায়।
দিন কয়েক আগে কলকাতা হাইকোর্টের অন্যতম বিচারপতি দীপঙ্কর দত্ত মুম্বই হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন৷ ফলে হাইকোর্টের মোট বিচারপতির সংখ্যা হয়েছিল ৩৯ জন। এবার সেই সংখ্যা দাঁড়ালো ৪০ ৷