শতবর্ষে সত্যজিৎ রায়। সকালেই ট্যুইটারে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। লিখলেন ‘মহারাজা তোমাকে সেলাম’। সকাল থেকেই পৃথিবীর নানাপ্রান্ত থেকে শুভেচ্ছাবার্তা আসছে। মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন। নেট দুনিয়ায় এদিন ব্যাপক চাহিদা সত্যজিতের গুপি-বাঘা আর ফেলুদা সিরিজের।