স্থগিত হওয়া আইসিএসই, আইএসসি পরীক্ষা হবে লকডাউন উঠলে

0
3

দশম আইসিএসই এবং দ্বাদশ আইএসসি পরীক্ষা হবে লকডাউন উঠলেই। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন।করোনা সংক্রমণ এবং লকডাউনের জেরে স্থগিত হয় আইসিএসই এবং আইএসসি পরীক্ষা। এদিন  বোর্ডের সচিব জেরি অ্যারাথুন জানান, দশম শ্রেণির বাকি ছ’টি বিষয় এবং দ্বাদশ শ্রেণির বাকি আটটি বিষয়ে পরীক্ষা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লকডাউন উঠলে পরীক্ষার দিন ঘোষণা করা হবে। পরীক্ষার প্রস্তুতির জন্য পরীক্ষার্থীরা আট দিন সময় পাবে। শনি ও রবিবার-সহ ছয় থেকে আট দিনের মধ্যে ওই পরীক্ষা শেষ হবে। পরীক্ষা শেষ হওয়ার ছয় থেকে আট সপ্তাহের মধ্যে ফল প্রকাশ হবে। তার আগে স্কুলগুলি একাদশ শ্রেণির অস্থায়ী ভর্তি প্রক্রিয়া শুরু করে দিতে পারে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। লকডাউনের মধ্যে সিলেবাস অনুযায়ী অনলাইন ক্লাস চালু রাখতেও বলেছে বোর্ড।