মমতার কড়া চিঠির ধাক্কায় রাজ্যপালের ব্যাকফুট-ট্যুইট

0
1

মুখ্যমন্ত্রীর ১৩ পাতার কড়া চিঠি হাতে পেয়েই দুটি ট্যুইটে জবাব দিলেন রাজ্যপাল জাগদীপ ধনকড়। রাজ্যপালের দাবি, আইন বা তথ্যগত দিক থেকে মুখ্যমন্ত্রীর জবাবের কোনও সারবত্তা নেই। পাশাপাশি তিনি এটাও বলেন এখন সংঘাতের সময় নয়। এখন হাতে হাত মিলিয়ে কাজ করার সময়। আমাদের সকলের মাথায় ছাদ ভেঙে পড়েছে। আশাকরি তিনিও সেটা বুঝতে পারছেন। নিশ্চিতভাবে রাজ্যপাল তাঁর পত্রসংস্কৃতির ধারা বজায় রেখে মুখ্যমন্ত্রীর চিঠির জবাব ২৪ ঘণ্টার মধ্যেই পাঠাবেন। সংঘাত কম নয়, বেড়েই চলেছে।