ফের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন পাক সেনার, নিহত ২ ভারতীয় জওয়ান

0
1

লকডাউন-করোনাভাইরাস-অর্থনৈতিক সঙ্কট– এসবের মধ্যেও বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তানি সেনা। শুক্রবার দুপুরে জম্মু-কাশ্মীরের বারামুল্লায় পাক সেনার গুলিতে গুরুতর জখম হন দুই ভারতীয় সেনা। শনিবার সকালে তাঁদের মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি আরও এক জওয়ান।

শুক্রবার দুপুর সাড়ে ৩টে নাগাদ বারামুল্লায় হঠাৎ করেই পাক সেনার তরফে গুলি চালানো শুরু হয় বলে সেনা সূত্রে খবর। সেনা মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানান, শুক্রবার দুপুরে বারামুল্লা রামপুর সেক্টরে লাইন অফ কন্ট্রোলের ওপার থেকে হঠাৎ করেই পাক সেনাবাহিনী যুদ্ধবিরতি যুক্তি লঙ্ঘন করে গুলি চালানো শুরু করে। প্রাথমিক ধাক্কা কাটিয়ে জবাব দেয় ভারতীয় সেনাও। তাদের চালানো গুলিতে পাক সেনার একাধিক বাঙ্কারের ক্ষতি হয়েছে বলে দাবি সেনাবাহিনীর।
হামলায় তিন ভারতীয় সেনা জওয়ান আহত হন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার সকালে তাঁদের মধ্যে দুজনের মৃত্যু হয়।