সুখবর! কমলো ভর্তুকিহীন গ্যাসের দাম

0
3

করোনা মোকাবিলায় গোটা দেশজুড়ে চলছে লকডাউন। লকডাউনের কারণ করোনাভাইরাস শৃঙ্খল ভাঙা। লকডাউনের সময় মাথায় হাত দেশবাসীর। কাজ নেই। তবে স্বস্তির খবর ফের কমলো গ্যাসের দাম। এই নিয়ে টানা তৃতীয় মাস কমল সিলিন্ডারের দাম।

জ্বালানি সংস্থাগুলির সম্মিলিত সিদ্ধান্তে আজ অর্থাৎ ১ মে থেকে ভর্তুকিহীন এলপিজি গ্যাসের দাম কমল অনেকটাই। ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট অনুযায়ী, আপাতত চারটি শহরে কার্যকর করা হয়েছে নয়া দাম।

১৪.২ কেজি সিলিন্ডারের দাম কলকাতায় রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু দাম আগে ছিল ৭৭৪.৫০ টাকা। এখন তার থেকে ১৯০ টাকা কমে নয়া দাম হল ৫৮৪.৫০ টাকা। দিল্লিতে আগে ছিল ৭৪৪ টাকা, এখন তা থেকে কমেছে ১৬২.৫০ টাকা৷ দাম কমে প্রতি সিলিন্ডারের দাম হয়েছে ৫৮১.৫০ টাকা৷ মুম্বইতে আগে দাম ছিল ৭১৪.৫০ টাকা, এখন তা হল ৫৭৯ টাকা। চেন্নাইয়ে কমল সবচেয়ে বেশি দাম। আগে দাম ছিল ৭৬১.৫০ টাকা, এখন সেখানে ১৯২ টাকা কমে নয়া দাম ধার্য হয়েছে ৫৬৯.৫০ টাকা।