লকডাউনে পুরনো জনপ্রিয় অনুষ্ঠানগুলি ফিরিয়ে এনে চমক দিয়েছিল দূরদর্শন।
হঠাৎ সব চ্যানেলকে পিছনে ফেলে শীর্ষস্থানে তারা।
এর মধ্যে দেখা যাচ্ছে বিশ্বব্যাপী দর্শকে ‘রামায়ণ’ টেক্কা দিয়েছে সকলকে। রামানন্দ সাগরের সেই ধারাবাহিক এতকাল পরের পুনঃপ্রচারেও তুরুপের তাস। উদাহরণ, শুধু ১৬ এপ্রিল তারিখেই দর্শকসংখ্যা ৭ কোটি ৭০ লক্ষ। এখনকার জনপ্রিয় সিরিয়ালগুলির নির্মাতারাও বিস্মিত।
































































































































