কেন্দ্রের নির্দেশিকায় রাজ্যের নয়া জোন-ভাগ, দেখে নিন আপনার জেলা কোন জোনে

0
1

করোনার সংক্রমণের নিরিখে দেশ জুড়ে জোন ভাগের নয়া নির্দেশিকা জারি করেছে কেন্দ্র।

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নয়া নির্দেশিকা জারি হয়েছে করে জানানো হয়েছে, এ রাজ্যে রেড জোনে রয়েছে ১০ জেলা, অরেঞ্জ জনে পাঁচটি জেলা । বাকি জেলাগুলি রয়েছে গ্রিন জোনে।
একনজরে দেখে নেওয়া যাক কোন জেলা, কোন জোনে-

রেড জোন
কলকাতা
হাওড়া
উত্তর ২৪ পরগনা
দক্ষিণ ২৪ পরগনা
পূর্ব মেদিনীপুর
পশ্চিম মেদিনীপুর
দার্জিলিং
জলপাইগুড়ি
কালিম্পং
মালদহ

অরেঞ্জ জোন
হুগলি
পশ্চিম বর্ধমান
পূর্ব বর্ধমান
নদিয়া
মুর্শিদাবাদ

গ্রিন জোন 
উত্তর দিনাজপুর
দক্ষিণ দিনাজপুর
কোচবিহার
আলিপুরদুয়ার
বীরভূম
বাঁকুড়া
পুরুলিয়া
ঝাড়গ্রাম

এ বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠানো হয়েছে। একই সঙ্গে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আক্রান্তের হারের হ্রাস-বৃদ্ধি অনুযায়ী এই তালিকা পুনর্বিন্যাস করা হবে।