কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজে হাসপাতালের আট তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক মহিলা চিকিৎসক। মৃতার নাম পৌলমী সাহা। তিনি শিশু বিভাগের পিজিটি-র দ্বিতীয় বর্ষের ছাত্রী বলে জানা গিয়েছে।
পৌলমী ডাক্তারি পড়ার পাশাপাশি চিকিৎসকের কাজও করছিলেন। আজ, শুক্রবার কাজে যোগ দেওয়ার আগেই তিনি আটতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন।
পুলিশ এসে মৃতদেহ ময়না তদন্তে পাঠায়। তাঁর মৃত্যুর কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। হাসপাতালে রয়েছে চাপা উত্তেজনা। গোটা হাসপাতাল চত্বরে থমথমে পরিবেশ।