করোনা’র রাক্ষুসের থাবায় এ দেশে প্রাণ হারানো মোট ১১৪৭ জনের মধ্যে ৬৫ শতাংশ পুরুষ এবং ৩৫ শতাংশ মহিলা৷ কেন্দ্রের তরফেই প্রকাশ করা হয়েছে এই তথ্য৷
? বলা হয়েছে :
◾মৃতদের ৯.২ শতাংশের বয়স ৭৫ বছরের উর্ধ্বে৷
◾৪২ শতাংশের বয়স ৬০-৭৫ বছর৷
◾৩৪.৮ শতাংশের বয়স ৪৫-৬০ বছর৷
◾১৪ শতাংশের বয়স ৪৫ বছরের তলায়৷
? এ ছাড়া জানানো হয়েছে :
◾ লকডাউনের পর দেশে আক্রান্তের সংখ্যা দ্বিগুন হওয়া বা ‘ডাবলিং’- এর জাতীয় গড় ১১ দিন৷
◾ লকডাউনের আগে ‘ডাবলিং’- এর জাতীয় গড় ৩.৪ দিন৷
?জাতীয় গড়ের থেকেও ভালো গড় যে সব রাজ্যে :
◾১১-২০ দিনে আক্রান্তের সংখ্যা দ্বিগুন হচ্ছে –
?দিল্লি
?উত্তর প্রদেশ,
?জম্মু-কাশ্মীর
?ওড়িশা,
?রাজস্থান,
?তামিলনাড়ু এবং
?পাঞ্জাবে৷
◾২০-৪০ দিনে আক্রান্তের সংখ্যা দ্বিগুন হচ্ছে –
?কর্ণাটক,
?লাদাক,
?হরিয়ানা,
?কেরল এবং
?উত্তরাখণ্ডে৷
◾৪০ দিনের বেশি সময়ে আক্রান্তের সংখ্যা দ্বিগুন হচ্ছে –
?অসম,
?তেলেঙ্গানা,
?হিমাচল প্রদেশ এবং
? ছত্তিশগড়ে






























































































































