মোদিকে ফোন করতেই ফাঁড়া কাটল, মহারাষ্ট্র বিধান পরিষদে নির্বাচনের তোড়জোড়

0
1

মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর গদি বাঁচাতে টেলিফোন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হস্তক্ষেপের আর্জি জানিয়েছিলেন উদ্ধব ঠাকরে। তারপরই সক্রিয় হলেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়ে বিধান পরিষদের নটি আসনে নির্বাচনের সুপারিশ করলেন। এর ফলে আপাতত উদ্বেগ কাটল উদ্ধবের।

প্রসঙ্গত, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে রাজ্যের বিধানসভা বা বিধান পরিষদ কোনও কক্ষেরই সদস্য নন। আইনসভার কোনও কক্ষে এই মুহূর্তে না যেতে পারলে ২৭ মে’র পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হবে তাঁকে। মহারাষ্ট্রের ভয়াবহ করোনা পরিস্থিতিতে বিধান পরিষদের উপনির্বাচন নিয়ে সংশয় দেখা দেওয়ায় বিধান পরিষদে মনোনীত করার জন্য রাজ্যপালের কাছে উদ্ধবের নাম পাঠায় শিবসেনা। কিন্তু মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি আইনি পরামর্শের কথা বলে বিষয়টি ঝুলিয়ে রেখেছিলেন। উদ্বিগ্ন উদ্ধব গদি বাঁচাতে খোদ নরেন্দ্র মোদির শরণাপন্ন হন। তারপরই দ্রুত বদলাল পরিস্থিতি। রাজ্যপাল চিঠি পাঠালেন নির্বাচন কমিশনে।