পয়লা মে।
আন্তর্জাতিক শ্রমিক দিবস।
শ্রমিকের অধিকার, শ্রমিকের আন্দোলন, শ্রমিকের অগ্রগতির অভিযানের এক প্রতীকী তারিখ।
শোষণ, বৈষম্য, বঞ্চনা, উপেক্ষার যন্ত্রণা মুছে ফেলে দাবি আদায়ের সংগ্রামের বিশ্বজোড়া শপথের দিন এই মে দিবস। ১৮৮৬ সালের পয়লা মে থেকে শুরু।
আজ এই ২০২০ তে এক অন্যরকম মে দিবস।
করোনাযুদ্ধের সঙ্কট।
কলকারখানা বন্ধ।
শ্রমিক ও শ্রমজীবী বিপন্ন।
কাজ হারিয়ে যাচ্ছে। টাকা ফুরোচ্ছে। দিনের পর দিন রাস্তায় হেঁটে প্রাণ হারাচ্ছেন ঘরমুখো পরিযায়ী শ্রমিক। বিশ্বজোড়া শ্রমজীবীর সংহতি, ঐক্য ও দাবি আদায়ের শপথকে কুর্নিশ জানিয়ে এখন বিশ্ব বাংলা সংবাদ নিবেদন করছে গণসঙ্গীতের উৎসব।































































































































