রেশনে কম সামগ্রী, অভিযোগে দোকানে তালা

0
3

রেশন সামগ্রী কম দেওয়ার অভিযোগ উঠল মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের ফরিদপুরে। প্রতিবাদে রেশন দোকান বন্ধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জলঙ্গি থানার পুলিশ। পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এলাকাবাসীর দাবি, বিডিও না আসা পর্যন্ত বন্ধ থাকবে রেশন বণ্টন ব্যবস্থা।

ঘটনাস্থলে যায় ডোমকল মহাকুমা পুলিশ আধিকারিক ফারুক মহম্মদ চৌধুরী এবং বিষয়টি ক্ষতিয়ে দেখার আশ্বাস দেন।
রাজ্য সরকারের উদ্যোগের পরেও কীভাবে রেশন সামগ্রী কম দেওয়া হচ্ছে এই নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।