লকডাউন কার্যকর করতে কড়া দাওয়াই কোচবিহার জেলা প্রশাসনের

0
1

মাস্ক না পরে বা অকারণে বাজার এলাকায় ঘোরাঘুরি রুখতে কড়া দাওয়াই দিল কোচবিহার জেলা প্রশাসন। নিয়ম না মানলে সোজা করোনা হাসপাতলে পাঠানোর ইঙ্গিত দেন কোচবিহার সদর মহকুমা শাসক সঞ্জয় পাল।

শুক্রবার সকাল থেকেই ভিড় উপচে পড়ে বাজারে। সাড়ে দশটা নাগাদ সেখানে উপস্থিত হন কোচবিহার সদর মহকুমা শাসক সঞ্জয় পাল এবং তাঁর প্রশাসনিক দল। সঙ্গে ছিলেন পুলিশ আধিকারিকরা। মাস্ক না পরায় এক ব্যক্তিকে তৎক্ষণাৎ করোনা হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন তিনি। তিনি বলেন, “বাজার এলাকায় এভাবে ঘোরাঘুরি করলে সোজা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হবে। সাধারণ মানুষ সচেতন হোন।”