২৬৩ রেশন ডিলারের লাইসেন্স বাতিল

0
10

লকডাউনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শেষপর্যন্ত ২৬৩ জন রেশন ডিলারের লাইসেন্স বাতিল করা হল। সেই এলাকার মানুষ লাগোয়া রেশন দোকান থেকে যাতে সামগ্রী পান, সেই ব্যবস্থা হচ্ছে।