বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মেনে শেষপর্যন্ত কলেজের শিক্ষাবর্ষ পিছিয়েই দিল UGC বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এ সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। শিক্ষাবর্ষ ছাড়াও
সেমিস্টার পরীক্ষা নিয়েও নির্দেশিকা জারি করা হয়েছে৷
নির্দেশিকায় UGC জানিয়েছে,
? বর্তমান কলেজ পড়ুয়াদের জন্য শিক্ষাবর্ষ শুরু হবে আগামী আগস্ট মাস থেকে।
? নবাগত বা ফ্রেশার্সদের ক্ষেত্রে আরও এক মাস পরে অর্থাৎ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে।
? এর অর্থ, বর্তমান পড়ুয়াদের শিক্ষাবর্ষ এক মাস পিছিয়ে যাচ্ছে৷
? নতুনদের শিক্ষাবর্ষ দু মাস পিছিয়ে যাচ্ছে৷
? সেমিস্টার পরীক্ষা নিয়ে UGC-র নির্দেশিকায় বলা হয়েছে:-
? যে সব পড়ুয়া শেষ সেমিস্টার দেবেন, তাঁদের পরীক্ষা জুলাইয়ে নেওয়া যেতে পারে।
? অন্য দিকে যে সব পড়ুয়ার অন্তর্বর্তীকালীন সেমিস্টারে বসার কথা, তাঁদের মূল্যায়ন ইন্টারনালের ভিত্তিতে করে দেওয়া যেতে পারে।
? তবে যে যে রাজ্যে করোনা পরিস্থিতির উন্নতি হয়ে গিয়েছে তারা চাইলে জুলাইয়ে এই পরীক্ষা নিতে পারে।
? একইসঙ্গে UGC স্পষ্ট করে দিয়েছে যে এটা পুরোপুরিভাবেই পরামর্শমূলক নির্দেশিকা।
? সে ক্ষেত্রে করোনা- পরিস্থিতি বিবেচনা করে বিশ্ববিদ্যালয়গুলি তাদের নিজেদের মতো পরিকল্পনাও করতে পারে।
? করোনা-কারনে তৈরি হওয়া পরিস্থিতিতে উচ্চশিক্ষা নিয়ে UGC দু’টি কমিটি গঠন করেছিল।
? একটি কমিটি গঠন করা হয়েছিল মহামারি ও লকডাউনের জেরে শিক্ষার ক্ষতি সংক্রান্ত খতিয়ে দেখার জন্য।
? দ্বিতীয়টি হয়েছিল অনলাইনে কী ভাবে পঠনপাঠন চালানো যায় তা দেখার জন্য।
? এ বছর কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে চলতি শিক্ষাবর্ষের শেষ ও আগামী শিক্ষাবর্ষ শুরুর সময় ২ মাস পিছিয়ে দেওয়ার সুপারিশ করে বিশেষজ্ঞ কমিটি।
? চলতি শিক্ষাবর্ষে বদল না আনা হলেও নতুন পড়ুয়াদের ক্ষেত্রে ১ মাস পিছিয়ে গেল।