বিমার টাকা কোন সংস্থা দিচ্ছে? জানতে চেয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন দিলীপের

0
3

স্বাস্থ্যকর্মীদের বিমা নিয়ে এবার মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন, প্রশ্ন তুললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপের অভিযোগ, বিমা করা হলে কোনও একটি সংস্থা করবে। উনি জানান, কোন বিমা সংস্থা এই বিমা করেছে। কারা এই টাকা দিচ্ছে? আজ উনি বলেছেন দেখলাম, করোনায় মৃত ডাক্তারদের বাড়িতে সরকার চেক পৌঁছে দিয়েছে। সরকার কেন দেবে? পাঠাবে তো বিমা সংস্থা, সরকার নয়! তাহলে? আসলে উনি বিষ মদ খেয়ে মরলে ২ লক্ষ দেন, দুর্ঘটনায় মরলে দেন, করোনাতেও দিচ্ছেন। নিজের ব্যর্থতা ঢাকতে যেভাবে আগে ক্ষতিপূরণ দিয়েছেন, এবারও তাই করলেন। ব্যর্থতার নজির গড়ে তুলেছেন মুখ্যমন্ত্রী।