বাংলাদেশে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে ১৬৮

0
1

বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণের জেরে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে । গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৫ জন মারা গিয়েছেন। এনিয়ে মোট মারা গেলেন ১৬৮ জন। এছাড়া একই সময়ে ৫৬৪ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭,৬৬৭।
আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত সংবাদে এই তথ্য জানানো হয়েছে । স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ৪,৯৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এছাড়া একই সময়ে সুস্থ হয়েছেন ১০ জন। এনিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬০ জন।