মেডিক্যালে ভর্তির জন্য দেশে একটি প্রবেশিকা নিট, নির্দেশ দেশের শীর্ষ আদালতে

0
1

মেডিক্যাল কলেজে ভর্তির জন্য দেশে একমাত্র প্রবেশিকা পরীক্ষা নিট। জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, প্রবেশিকা প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সরকারি এবং বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তি হওয়া যাবে।

আদালত জানিয়েছে, ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট বা নিটের মাধ্যমে দুর্নীতিগুলি দূর করা যাবে। ভর্তি প্রক্রিয়ায় মধ্যে এখনও যে ফাঁক রয়েছে, ভবিষ্যতে এগুলি সরাতে হবে। অন্যদিকে বেসরকারি মেডিক্যাল কলেজগুলি নীতিহীন ভাবে ভর্তি নেওয়া বন্ধ করবে বলে মত আদালতের। আদালত স্পষ্ট জানিয়েছে, বেসরকারি মেডিক্যাল কলেজ, সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে। একটিই পরীক্ষার ভিত্তিতে ভর্তি হলে কোনও সংখ্যালঘু বা বেসরকারি প্রতিষ্ঠানেও সমস্যা হবে না।