পরিযায়ী শ্রমিকদের ফেরানোর ক্ষেত্রে সর্তকতা অবলম্বন করছে রাজ্য সরকার। দেশ জুড়ে চলছে লকডাউন। কিন্তু তার মধ্যেও পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরে যাওয়ার সবুজ সংকেত মিলেছে। এ প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের নীতি নিয়ে প্রশ্ন তুললেন মুখ্য সচিব রাজীব সিনহা। বৃহস্পতিবার, নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, একসঙ্গে এত লোক যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তাহলে কীভাবে সংক্রমণ আটকানো যাবে তা চিন্তার বিষয়।
তিনি জানান, এক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে শ্রমিকরা ভিনরাজ্য থেকে এ রাজ্যে আসবেন, তাঁদের সেই রাজ্যে কোভিড পরীক্ষা করিয়ে আসতে হবে। একইসঙ্গে রাজ্যে ঢুকেও তাঁদের পরীক্ষা করাতে হবে। এ বিষয়ে অন্যান্য রাজ্য সরকারের সঙ্গে কথা বলছে বাংলা।
একই সঙ্গে এ রাজ্যে থাকা ভিন রাজ্যের শ্রমিকদের এখান থেকে বাড়ি পাঠানোর সময় কারোনা পরীক্ষা করা হবে বলে জানান মুখ্যসচিব।





























































































































