এবার মারণ কোভিড-১৯ উপসর্গ পাওয়া গেলো রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন শরীরে। বৃহস্পতিবার তিনি করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন। পাশাপাশি, একটি ভিডিও বার্তায় তাঁর সংক্রমণের বিষয়টি নিশ্চিত করেন মিশুস্তিন।
যাতে দেশের গুরুত্বপূর্ণ সরকারি কাজকর্মে কোনও সমস্যা না হয়, সে কারণে তিনি উপ-প্রধানমন্ত্রী (প্রথম) আন্দ্রে বেলউসভকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে বলেন। তার এই সিদ্ধান্তকে গ্রহণ করেছেন পুতিন।
উল্লেখ্য, মহামারি করোনা ভাইরাসে রাশিয়ায় এ পর্যন্ত ১ লাখ ৬ হাজার ৪৯৮ জন আক্রান্ত হয়েছে। মারা গেছেন ১ হাজার ৭৩ জন। সেরে উঠেছে ১১ হাজার ৬১৯ জন।































































































































