ভারত-বাংলাদেশ সীমান্ত খুলে দিল কেন্দ্রীয় সরকার। মূলত প্রতিবেশী দেশের সঙ্গে বাণিজ্য শুরু করার জন্যেই এই সিদ্ধান্ত। কেন্দ্রীয় সরকার বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। কিন্তু পেট্রাপোল সীমান্ত খুলে দেওয়ার আগে রাজ্যের সঙ্গে কোনোওরকম আলোচনা না করার কারণে ক্ষুব্দ রাজ্য সরকার। যুক্তরাষ্ট্র কাঠামো সম্পূর্ণ উপেক্ষা করে রাজ্যের স্বার্থ ক্ষুণ্ন করা হচ্ছে বলে অভিযোগ রাজ্যের। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী পাশাপাশি মনে করছেন, এর ফলে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। সীমান্ত বাণিজ্য শুরু হওয়ার ফলে প্রচুর মানুষ এদেশ থেকে ওদেশে যাতায়াত করবেন। ফলে করোনা সংক্রমণের সম্ভাবনা নিশ্চিতভাবে বাড়বে।