রাজস্থান থেকে শহরে ফিরছেন পড়ুয়ারা। শুক্রবার সকালে তাঁদের কাওয়াখালিতে বাস থেকে নামানো হবে। এরপর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসে সবাইকে বাড়ি পৌঁছে দেওয়া হবে।বৃহস্পতিবার, পূর্ত দফতরের বাংলোতে সাংবাদিক বৈঠকে জানান, পর্যটনমন্ত্রী গৌতম দেব। তিনি বলেন, অভিভাবকদের অনুরোধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পড়ুয়াদের কোটা থেকে ফিরিয়ে আনা হচ্ছে। কলকাতা পৌঁছতেই তাঁদের শারীরিক পরীক্ষা করা হবে। আর বাড়ি পৌঁছে পড়ুয়াদের ১৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। ইতিমধ্যেই অভিভাবকদের খবর দেওয়া হয়েছে।





























































































































