লকডাউনের মধ্যেই কালোবাজারির উদ্দেশ্যে মদ ভর্তি গাড়ি রওনা দিয়েছিলো। কিন্তু শেষরক্ষা হলো না। রেল পুলিশের তৎপরতায় ধরা পরলো দুই যুবক-সহ পেটি পেটি বিদেশ মদ। ঘটনাটি ব্যান্ডেল রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায়।
রেল পুলিশ সূত্রে খবর, গতকাল বুধবার গভীর রাতে ব্যান্ডেল মোড়ের একটি বিলিতি মদের দোকান থেকে ৭৫০ মিলি-র মোট ৮৯৮ বোতল মদ নিয়ে একটি ম্যাটাডোরে করে রওনা দেয় দুই যুবক। সেই সময়ে তা ভিডিও ক্যামেরা বন্দি করে ফেসবুকে ছেড়ে দেয় স্থানীয়রা। ওই দুই যুবকেরর মধ্যে ছিলো গাড়ির চালক ব্যান্ডেল সুভাষ নগরের বাসিন্দা প্রবীর সাহা(২৪) এবং সাহাগঞ্জ’র বাসিন্দা সেখ কুতুবুদ্দিন(২৭)। গাড়িটি সপ্তগ্রামের দিকে যাচ্ছিলো বলে খবর।
পথে ব্যান্ডেল স্টেশনের সামনে তাঁদের গাড়ি আটকায় জিআরপি এবং আরপিএফ। সেই গাড়ি থেকেই ওই বিপুল পরিমান বিলিতি মদ উদ্ধার হয়। যার মোট বাজার দর ৪ লক্ষ টাকারও বেশি বলে জানা গিয়েছে। প্রিন্টের কয়েকগুন বেশি দামে সেই মদ কালোবাজারে বিক্রি হতো বলে রেল পুলিশ সূত্রে খবর। ধৃত দুজনকে গ্রেফতার করে ঘটনার তদন্তে নেমেছে রেল পুলিশ।
দেখুন ভিডিও…





























































































































