আবার! ১০৫ করোনাযুক্ত মৃত্যু, ভাইরাসে ৩৩! জানালেন মুখ্যসচিব

0
2

বৃহস্পতিবার মুখ্যসচিব জানালেন, অডিট কমিটির রিপোর্ট এসেছে।

তাতে দেখা যাচ্ছে, মোট ১০৫টি করোনাযুক্ত মৃত্যু তাঁরা খতিয়ে দেখেছেন। এর মধ্যে ৩৩ টি করোনার কারণেই মৃত্যু। বাকি ৭২টি অন্য রোগের কারণে।

মুখ্যসচিব বলেন, এই কমিটি ডেথ সার্টিফিকেট নিয়ে কিছু করছে না। মৃত্যুর ঘটনাগুলো খতিয়ে দেখছে।

কমিটি কাজ চালিয়ে যাবে। তাঁদের গবেষণা থেকে আমাদের কাজের সুবিধে হচ্ছে।

কমিটি বলেছে, ডেথ সার্টিফিকেটে মৃত্যুর তাৎক্ষণিক ও সর্বশেষ কারণ দেওয়ার পাশাপাশি অন্যান্য রোগ ও কারণগুলোও লিখতে হবে।