লকডাউনের মধ্যে ফের বিক্ষোভ সিপিআইএম-এর। বৃহস্পতিবার, কোচবিহার জেলা পার্টির পক্ষ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিটি ব্লক ও মহাকুমা স্তরে প্রতীকী বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় ।

এদিন কোচবিহার জেলা শাসক দফতরে ৯ দফা দাবিকে সামনে রেখে বিক্ষোভ দেখায় সিপিআইএম। উপস্থিত ছিলেন পার্টির জেলা সম্পাদক অনন্ত রায়। করোনা এবং রেশন নিয়ে প্রতিবাদ জানায় সংগঠন। কোচবিহার সদর মহকুমা শহর তুফানগঞ্জ, দিনহাটা ও মাথাভাঙা মহাকুমা তে এই কর্মসূচি পালন করা হয়। অনন্ত রায় জানান, “কোচবিহার জেলা শুধু নয় গোটা রাজ্যেই রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বাম কর্মীরা।” পাশাপাশি দৈনন্দিন রোজগেরেদের কথা চিন্তা করার দাবি দেখেছেন তাঁরা।






























































































































