এরাজ্যের পড়ুয়ারা কোটাতে গিয়েছিল ট্রেনিংয়ের জন্য। সেখানে লকডাউনের জেরে আটকে পড়েন তাঁরা। কোনো ভাবেই বাড়ি ফিরতে পারছিলেন না। রীতিমতো অসুবিধার মধ্যে পরে গিয়েছিল ২৩৬৮ জন ছাত্রছাত্রী। এই পরিস্থিতিতে তাঁরা নিজেদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে ফিরে আসতে চান। পরিবারের তরফ থেকে যোগাযোগ করা হয় রাজ্য সরকারের সঙ্গে। সরকারের তরফ থেকে ৯৫টি বাসে করে তাঁদের আনা হচ্ছে। রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সকালে টুইটার হ্যন্ডেলে লেখেন, “রাজস্থানের কোটা থেকে ওই ছাত্রছাত্রীদের নিয়ে রওনা হয়ে গিয়েছে বাসগুলি। শুক্রবার সকালে শহরে এসে পৌঁছে যাবে বলে অনুমান”।
2368 students of West Bengal are being brought back from Kota in 95 buses with State government officers as escorts and likely to reach tomorrow.
— Alapan Bandyopadhyay (@alapan1961) April 30, 2020